যদি সব সাগরের জল..কালি হতো


যদি সব সাগরের জল..কালি হতো
যদি পৃথিবির সব গাছ লিখনি হতো
আর সারাটি জীবন যদি লিখে যেতাম
তবু তোমার আমার প্রেমের কথা লেখা
শেষ হতো না
যদি সব সাগরের জল কালি হতো..


যদি আকাশের চাঁদ হাতে তুলে দিতাম
যদি তাঁরায় সাজানো মালা গলায় দিতাম
যদি আকাশের চাঁদ হাতে তুলে দিতাম
যদি তাঁরায় সাজানো মালা গলায় দিতাম
আর পৃথিবির ফুল ততো পথে ঝরাতাম তবু
তোমার আমার প্রেমের কাছে কিছু দেয়া হতো না
যদি সব সাগরের জল কালি হতো
যদি পৃথিবির সব গাছ লিখনি হতো
আর সারাটি জীবন যদি লিখে যেতাম
তবু তোমার আমার প্রেমের কথা লেখা
শেষ হতো না
যদি সব সাগরের জল কালি হতো


যদি শাহজাহান হয়ে তাজ মহল দিতাম
যদি সোরণ্ পাহাড় এনে তোমায় দিতাম
যদি শাহজাহান হয়ে তাজ মহল দিতাম
যদি সোরণ্ পাহাড় এনে তোমায় দিতাম
আর সৃয মুখির মতো চেয়ে দেখতাম তবু
আমার এই চোখ কালান্ত হতো দেখা শেষ হতো না

যদি সব সাগরের জল কালি হতো
যদি পৃথিবির সব গাছ লিখনি হতো
আর সারাটি জীবন যদি লিখে যেতাম
তবু তোমার আমার প্রেমের কথা লেখা
শেষ হতো না
যদি সব সাগরের জল কালি হতো


Jodi Sob sagorer jol kali hoto

Jodi Sob sagorer jol kali hoto
Jodi prithibir sob gach likhoni hoto